Ek Sebay কিভাবে আবেদন করবেন
ekseba তে আবেদন করার সকল বিস্তারিত তথ্য দেখুন Media Bazar 24 এ
ekseba তে আবেদন করুন এখুনি। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো :
Ekseba তে আবেদন করার জন্য প্রয়োজনিয় কাগজ পত্রঃ
Ekseba তে আবেদন করার জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদ, পিতা/ মাতার জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি, প্রত্যায়নপত্র,মোবাইল নাম্বার, ইন্টারনেট কানেকশন, মোবাইল বা কম্পিউটার।
Ekseba তে আবেদন করব কিভাবে?
উত্তর : প্রথমে মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিতে হবে। তারপর ওয়েব ব্রাউজারে গিয়ে ekseba.gov.bd লিখে সার্চ করতে হবে। এরপর উপরের দিকে নিবন্ধন নামের অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে মোবাইল নাম্বার এবং নাম দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে মোবাইলে একটি SMS যাবে। সেই SMS এ ৬ ডিজিটের একটি পিন কোড যাবে। সেটি ব্যবহার করে পরবর্তি ধাপে যেতে হবে।
Ekseba তে আবেদন করব কিভাবে?:
এরপরে আর একটি অপশন আসবে সেখানে প্রথম বক্সে পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদ লিখতে হবে এবং পরের বক্সটিতে জন্ম তারিখ এবং সাল লিখে পাশে থাকা যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে।
এটি যাচাই হতে সময় নিবে। যাচাই করা শেষ হরে আর একটি ফরম আসবে সেখানে সকল তথ্য পুরন করে সাবমিট করতে হবে।
আপনারা যে বিষয়গুলির খোজঁ করেন :
Ekseba তে আবেদন করব কিভাবে?, Ekseba তে আবেদন করব কিভাবে?, Ekseba তে আবেদন করার জন্য প্রয়োজনিয় কাগজ পত্র, কিভাবে ekseba তে আবেদন করব, আবেদন করতে কত সময় লাগে, মোবাইল দিয়ে কিভাবে ekseba তে আবেদন করব,
এই সপ্তাহের সকল চাকরির খবর দেখুন Apply For Jobs 24 এ
Post Content
Leave a Reply