ICT Division job circular
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
পদ সংখ্যা- ৪৫ জন
১. উপ-ব্যাবস্থাপনা পরিচালক
পদ সংখ্যা- ১জন
বেতনঃ ১,৯৪,০০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ CSE/CS/IT সহ যেকোন প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি । সরকারী বা বেসরাকারী প্রতিষ্ঠানে ২০ বছরের অভিজ্ঞতা ।
২. কোম্পানি সচিব
পদ সংখ্যা- ১জন
বেতনঃ ১,১৯,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি । ৩ বছরের কোম্পানি সেক্রেটারির অভিজ্ঞতা সহ ১০ বছরের অভিজ্ঞতা ।
৩. ব্যবস্থাপক ( নেটওয়ার্ক ও ট্রান্সমিশন )
পদ সংখ্যা- ১জন
বেতনঃ ৮৪,০০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ CSE/EEE/ETE/CS/IT/ECE সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি । সহকারী প্রোগ্রামার / সমপদে ৫ বছরের অভিজ্ঞতা ।
৪. ব্যাবস্থাপক ( ক্লাউড নিরাপত্তা )
পদ সংখ্যা- ১জন
বেতনঃ ৮৪,০০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ CSE/EEE/ETE/CS/IT/ECE সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি । সহকারী প্রোগ্রামার / সমপদে ৫ বছরের অভিজ্ঞতা ।
৫. ব্যবস্থাপক ( প্রশাসন ও মানব সম্পদ )
পদ সংখ্যা- ১জন
বেতনঃ ৮৪,০০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ HRM/Management / সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর /MBA ডিগ্রি । সহকারী ব্যবস্থাপক পদে ৫ বছরের অভিজ্ঞতা।
৬. সহকারী ব্যাবস্থাপক ( মেকানিকাল )
পদ সংখ্যা- ২ জন
বেতনঃ ৬৭,০০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ ME/ সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি ।
৭. সহকারী ব্যবস্থাপক ( প্রশাসন ও মানব সম্পদ )
পদ সংখ্যা- ১জন
বেতনঃ ৬৭,০০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ BBA/HRM/Management/ Public Administration/ সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি ।
৮. সহকারী ব্যাবস্থাপক ( হিসাব ও অর্থ )
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৬৭,০০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ BBA/Finance/Accounting/ সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি ।
৯. সহকারী ব্যাবস্থাপক ( বিপণন )
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৬৭,০০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ সরকার অনুমেদিত বিশ্ববিদ্যালয় থেকে BBA ডিগ্রি ।
১০. ক্রয় কর্মকর্তা
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ স্নাতক ডিগ্রি । কম্পিউটার চালনায় দক্ষসহ MS Office এ পারদর্শী ।
১১. নিরাপত্তা কর্মকর্তা
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ সরকার অনুমেদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ।
১২. উপ-সহকারী প্রকৌশলী ( এসি পাওয়ার )
পদ সংখ্যা- ৪ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ EEE/ সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা । ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৩. উপ-সহকারী প্রকৌশলী ( ডিসি পাওয়ার )
পদ সংখ্যা- ৩ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ EEE/ সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা । ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৪. উপ-সহকারী প্রকৌশলী ( ইলেক্টিক্যাল )
পদ সংখ্যা- ৩ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ EEE/ETE/ECE/ সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা । ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৫. উপ-সহকারী প্রকৌশলী ( ইলেক্টনিক্স )
পদ সংখ্যা- ২ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ EEE/ETE/ECE/ সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা । ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৬. উপ-সহকারী প্রকৌশলী ( মেকানিক্যাল )
পদ সংখ্যা- ৪ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ ME/ সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা । ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৭. উপ-সহকারী প্রকৌশলী ( সিভিল )
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ Civil/ সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা । ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৮. উপ-সহকারী প্রকৌশলী ( ট্রান্সমিশন )
পদ সংখ্যা- ৩ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ CSE/EEE/ETE/CS/IT/ECE / সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা । ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৯. উপ-সহকারী প্রকৌশলী ( নেটওয়ার্ক )
পদ সংখ্যা- ৩ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ CSE/EEE/ETE/CS/IT/ECE / সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা । ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
২০. ব্যাক্তিগত কর্মকর্তা
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৫০,৮০০ টাকা
শিক্ষাগত যোগতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি । বাংলা ও ইংরেজি ভাষায় যোগযোগে পারদর্শী অত্যবশ্যক । কম্পিউটার চালনায় দক্ষতাসহ MS Office এ পারদর্শী ।
২১. হিসাবরক্ষক
পদ সংখ্যা- ৩ জন
বেতনঃ ৪০,১৫০ টাকা
শিক্ষাগত যোগতাঃ BBA/Finance/Accounting/ সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি । কম্পিউটার চালনায় দক্ষতাসহ MS Office এ পারদর্শী ।
২২. অভ্যর্থনা কর্মী
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৪০,১৫০ টাকা
শিক্ষাগত যোগতাঃ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তির্ণ । বাংলা ও ইংরেজি ভাষায় যোগযোগে পারদর্শী। কম্পিউটার চালনায় দক্ষ ।
২৩. স্টোর কিপার
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৪০,১৫০ টাকা
শিক্ষাগত যোগতাঃ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তির্ণ । কম্পিউটার চালনায় দক্ষতাসহ MS Office এ পারদর্শী ।
২৪. ইলেক্ট্রিশিয়ান
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৩৫,২৭৫ টাকা
শিক্ষাগত যোগতাঃ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তির্ণ । ইলেক্ট্রিশিয়ান হিসেবে ০৩ বছরের অভিজ্ঞতা ।
২৫. প্লাম্বিং মিস্ত্রি
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ৩৫,২৭৫ টাকা
শিক্ষাগত যোগতাঃ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তির্ণ । ০৩ বছরের অভিজ্ঞতা ।
২৬. সহকারী বাবুর্চি
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ২৮,৭৭৫ টাকা
শিক্ষাগত যোগতাঃ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তির্ণ । ০৩ বছরের অভিজ্ঞতা ।
২৭. পরিচ্ছন্ন কর্মী
পদ সংখ্যা- ১ জন
বেতনঃ ২৮,৭৭৫ টাকা
শিক্ষাগত যোগতাঃ অষ্টম শ্রেণী । ০৩ বছরের অভিজ্ঞতা ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
আবেদনপত্র পূরনের শর্তাবলীঃ
ক্রমিক ১-৯ নং পদে সরাসরি নিয়েগের ক্ষেত্রে শিক্ষাজীবনে কোন সময়ে ৩য় শের্ণী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গড়ে জিপিএ ৫.০০ এর মধ্যে গড়ে ৪.৫০ ও স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ বা সমতুল্যর নিচে কোন প্রার্থী গ্রহনযোগ্য হবে না । ক্রমিক ১০-২৩ নং পদে সরাসরি নিয়েগের ক্ষেত্রে শিক্ষাজীবনে কোন সময়ে ৩য় শের্ণী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গড়ে জিপিএ ৫.০০ এর মধ্যে গড়ে ৪.০০ ও স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ২.৫০ বা সমতুল্যর নিচে কোন প্রার্থী গ্রহনযোগ্য হবে না । প্রার্থীদের অনলাইনে https://erecuitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২১/০১/২০২১ অফিস চলাকালিন সময়ে আবেদন করতে হবে । ১-২০ নং পদের জন্য ১০০০ টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০ টাকা বিকাশ/নগদ/রকেটেরর মাধমে পাঠাতে হবে । মৌখিক পরীক্ষার স্থান, তারিখ, সময় যথা সময়ে BDCCL এর ওয়েবসাইটে ( www.bdccl.gov.bd ) প্রকাশ করা হবে ।
Post Content
Leave a Reply